শর্তাবলী (Terms and Conditions)
Achar King ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। আমাদের ওয়েবসাইট ব্যবহার করার আগে এবং আমাদের কাছ থেকে কোনো পণ্য অর্ডার করার আগে অনুগ্রহ করে নিচের শর্তাবলী মনোযোগ দিয়ে পড়ুন। আমাদের ওয়েবসাইট ব্যবহার করে বা পণ্য অর্ডার করে, আপনি এই শর্তাবলীর সাথে সম্মত বলে গণ্য হবেন।
১. সাধারণ তথ্যাবলী (General Information)
ক) এই ওয়েবসাইটের সকল কন্টেন্ট, ছবি এবং লোগো Achar King-এর সম্পত্তি। বিনা অনুমতিতে এর কোনো অংশ ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
খ) আমরা যেকোনো সময় কোনো পূর্ব ঘোষণা ছাড়াই এই শর্তাবলী পরিবর্তন করার অধিকার রাখি।
২. পণ্যের বিবরণ ও মূল্য (Product Description and Price)
ক) আমরা ওয়েবসাইটে পণ্যের সঠিক বিবরণ, পরিমাণ এবং মূল্য দেওয়ার জন্য সর্বদা সচেষ্ট। তবে, মুদ্রণজনিত বা intentional ভুলের জন্য আমরা ক্ষমাপ্রার্থী।
খ) সকল পণ্যের মূল্য বাংলাদেশী টাকায় (BDT) উল্লেখ করা আছে।
গ) Achar King কোনো পূর্ব ঘোষণা ছাড়াই যেকোনো পণ্যের মূল্য পরিবর্তন বা কোনো অফার বাতিল করার অধিকার রাখে।
৩. অর্ডার প্রক্রিয়া (Ordering Process)
ক) ওয়েবসাইটে দেওয়া নির্দেশনা অনুযায়ী আপনাকে অর্ডার করতে হবে।
খ) অর্ডার কনফার্ম হওয়ার পর, আপনি একটি কনফার্মেশন মেসেজ বা ইমেইল পাবেন।
গ) স্টক থাকা সাপেক্ষে সকল অর্ডার সরবরাহ করা হবে। কোনো কারণে পণ্য স্টকে না থাকলে আমরা আপনাকে জানাবো এবং প্রয়োজনে অর্ডারটি বাতিল করা হতে পারে।
৪. পেমেন্ট (Payment)
ক) আমরা বর্তমানে "ক্যাশ অন ডেলিভারি" পদ্ধতিতে পেমেন্ট গ্রহণ করে থাকি।
খ) ভবিষ্যতে অনলাইন পেমেন্ট বা মোবাইল ব্যাংকিং যুক্ত হলে তা এখানে উল্লেখ করা হবে।
৫. ডেলিভারি (Delivery)
ক) আমাদের "Delivery Policy" পেজে ডেলিভারি সংক্রান্ত সকল নিয়মাবলী বিস্তারিতভাবে উল্লেখ করা আছে।
খ) প্রাকৃতিক দুর্যোগ, রাজনৈতিক অস্থিরতা বা আমাদের নিয়ন্ত্রণের বাইরে কোনো কারণে ডেলিভারি বিলম্বিত হলে Achar King দায়ী থাকবে না।
৬. রিটার্ন ও রিফান্ড (Return & Refund)
ক) আমাদের "Return and Refund Policy" পেজে এই সংক্রান্ত সকল নিয়মাবলী বিস্তারিতভাবে উল্লেখ করা আছে। অনুগ্রহ করে পণ্য কেনার আগে সেটি ভালোভাবে পড়ে নিন।
৭. গ্রাহকের আচরণ (User Conduct)
ক) আপনি এই ওয়েবসাইটটি শুধুমাত্র আইনসম্মত উদ্দেশ্যে ব্যবহার করতে সম্মত হচ্ছেন।
খ) ওয়েবসাইটে কোনো ধরনের আপত্তিকর মন্তব্য বা স্প্যামিং করা থেকে বিরত থাকতে হবে।
আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।
- Achar King কর্তৃপক্ষ